Love story

 <— অসমাপ্ত আবেগ —>

— এই সোহান ।

— হুম ।

— শুনতে পাচ্ছিস ??

— হুম ।

— হুম হুম করছিস কেন ? কথা বল ।

— হুম বলছি তো ।

— আবার !

— কি হইছে বল ।

— কেমন আছিস ?

— ভালো ।

— আমি কেমন আছি জানতে চাইবি না ?

— হুম কেমন আছিস ?

— ভালো ।

— কথা শুনে তো মনে হচ্ছে না ।

— কেন ?

— এতো আস্তে আস্তে কথা বলছিস কেনো ? কি হইছে ?

— কিছুনা ।

— বলতে না চাইলে বলার দরকার

নাই । জোর করে শুনতে চাইবো না ।

— কোথায় তুই ?

— ছাদে বসে আছি ।

— কি করিস ছাদে বসে ?

— গান শুনছি ?

— একটা গান গাইবি ?

— না ।

— তোর কি মন খারাপ ?

— কিছুটা ।

— কি হইছে ?

— জানিনা ।

— একটা গান শুনবি ?

— না ।

— তুই কি প্রেম করিস ?

— না ।

— আমার সাথে প্রেম করবি ?

— না ।

— আমার তোকে খুব ভালো লাগে ।

— তো ?

— না কিছুনা ।

— এসব কথা আমাকে আর বলবি না ।

— আচ্ছা বলবো না । তুই কি রাগ করলি ?

— রাগ করার মতো কিছু তো হয়নি । রাগ কেন করবো ?

— আচ্ছা এখন রাখি , পরে ফোন করবো । ভালো থাকিস ।

ফোন কেটে দেয় তনয়া ।

মেয়টি মনে মনে খুব ভালবাসতো

সোহানকে ।

অনেক সাহস করে আজ বলেছিল ।

কিন্তু কোন লাভ হয় নি ।

সোহান তাকে বন্ধুর মতোই দেখছে সব সময় ।

আজ ও তার ব্যতিক্রম করেনি ।

খুব কাঁদছে তনয়া । বন্ধু হিসাবেই সোহানকে দেখতো কিন্তু কেন জানি আজ ওকে প্রপোজ করে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে তনয়ার ।

নিরবে কাঁদছে ।

খুব একা একা ।

পৃথিবীটাকে খুব শুন্য মনে হচ্ছে ।

তনয়া আবার ফোন করে সোহানকে :

— কি করিস ?

— ছাদে বসে আছি ।

— এখনও ?

— হুম ।

— তুই কি রাগ করেছিস ?

— না রাগ করিনি । ভুলে যা এসব কথা ।

— ওকে ভুলে গেলাম । একটু হাসবি ?

— কেন ?

— তোর হাসি শুনতে ইচ্ছে করছে ।

— হি হি হি । খুশি ?

— হুম ।

— আচ্ছা এখন রাখি ,,, পরে ফোন করবো ।

** কখনও কখনও দুঃখের মাঝেও সুখ

থাকে ,, আর কখনও কখনও সুখের মাঝে ও দুঃখ থাকে **

Comments

Popular posts from this blog

Romantic golpo

Bangla golpo